1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, সর্বোচ্চ বেতনধারী তাসকিন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। যদিও তালিকা প্রকাশের আগেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ নিজেকে চুক্তির বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন।

এ+ গ্রেড: তাসকিন আহমেদ একমাত্র ক্রিকেটার হিসেবে এ+ গ্রেডে জায়গা পেয়েছেন। তিনি প্রতি মাসে বেতন পাবেন ১০ লাখ টাকা।

এ গ্রেড: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম ৮ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন। মুশফিকুর রহিম চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেওয়ায় তাকে বি গ্রেডে স্থানান্তর করা হয়েছে।

বি গ্রেড: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা ও মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন এই গ্রেডে। তাদের মাসিক বেতন ৬ লাখ টাকা। তবে মাহমুদউল্লাহ বিসিবির কাছে অনুরোধ করেছেন চলতি মার্চ মাস থেকে তাকে চুক্তির বাইরে রাখার জন্য।

সি গ্রেড: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মাহেদী। তারা মাসিক ৪ লাখ টাকা বেতন পাবেন।

ডি গ্রেড: নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ এই গ্রেডে জায়গা পেয়েছেন। তাদের মাসিক বেতন ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর জাতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। মুশফিক ওয়ানডে থেকে অবসর নিলেও মাহমুদউল্লাহ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

ধারণা করা হচ্ছে, মাহমুদউল্লাহ বিসিবিকে জানিয়েছেন যে তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী নন। ফলে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের দিকে যাওয়ার একটি ইঙ্গিত হতে পারে।

নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় বিসিবির পরিকল্পনার ছাপ স্পষ্ট। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের জন্যও জায়গা রাখা হয়েছে। তবে মাহমুদউল্লাহর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট