1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—স্বামী আবু হানিফ (২৫), স্ত্রী ফাতেমা খাতুন (২২) এবং শ্যালিকা যুথি খাতুন (১৪)। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, রাজশাহীর দিক থেকে পুঠিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে তাদের মোটরসাইকেলের সঙ্গে নাটোরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আবু হানিফ ও যুথি মারা যান। ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হলেও বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত করতে পবা হাইওয়ে থানা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে। এসআই ফিরোজ হোসাইন জানান, বাসটি চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতদের পরিবারের সদস্যরা মরদেহগুলো হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। একই পরিবারের তিন সদস্যের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী-নাটোর মহাসড়কে এমন দুর্ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞরা সড়ক নিরাপত্তা এবং যানবাহনের নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করছেন। এ ঘটনায় দায়ী বাস চালক ও মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট