1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলে কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলে কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
চাকরির নিয়োগ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলে জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘টিএ ফর স্ট্রেনদেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অব সাসটেইনেবল পাওয়ার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে চুক্তিভিত্তিক একজন ডিরেক্টর জেনারেল (প্রজেক্ট ডিরেক্টর) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদসংখ্যা:
  • যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজারিয়াল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার সেলে কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স: ৫০ থেকে ৫৯ বছর
  • বেতন: মাসিক বেতন ১,০০,৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপিসহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠানো যাবে। যাঁরা গত ১০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির আওতায় এই পদে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

সেক্রেটারি, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় (কক্ষ নম্বর-২০৮, ভবন নম্বর-৬), ঢাকা।

৩০ জানুয়ারি ২০২৫।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট