বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলে জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘টিএ ফর স্ট্রেনদেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অব সাসটেইনেবল পাওয়ার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে চুক্তিভিত্তিক একজন ডিরেক্টর জেনারেল (প্রজেক্ট ডিরেক্টর) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপিসহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠানো যাবে। যাঁরা গত ১০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির আওতায় এই পদে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
সেক্রেটারি, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় (কক্ষ নম্বর-২০৮, ভবন নম্বর-৬), ঢাকা।
৩০ জানুয়ারি ২০২৫।