ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ৫ পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত করা পদগুলো হলো—সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, গাড়িচালক ও অফিস সহায়ক।
বিসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির ৩ হতে ৭ ক্রম পর্যন্ত পদগুলোর জন্য ১০ জানুয়ারি নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
এর আগে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডার ৪৬৬টি পদের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।