1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

বোন তোমার ভয় নাই- ভাই তোমার মরে নাই

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
খুন-ধর্ষন-নারী নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

খুন-ধর্ষন-নারী নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নরপশু কর্তৃক ধর্ষনের শিকার মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে সাধারন শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারনের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় প্রতিবাদি ছাত্র জনতা মেইন বাসস্ট্যান্ডের ঢাকা খুলনা মহাসড়কের পাশে প্রতিবাদী ব্যানার ফেস্টন নিয়ে প্রায় ঘন্টা ব্যাপি দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। উপস্থিত ছাত্র জনতা ধর্ষনের শিকার হওয়া মাগুরায় শিশু আছিয়াকে উদ্দেশ্য করে শ্লোগান দিতে থাকেন-বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই।

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহারিয়ার আলম সোহাগ, ছাত্রনেতা মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা, মাহাফুজুর রহমান ঈশান, তৌহিদুল ইসলাম, ইফতি জাহান, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান হিরন, তাজুল ইসলাম, রিয়াজ হোসেন, প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপনের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণীর দুষ্কৃতিকারী গোষ্টি আজ খুন, ধর্ষনসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। কাজেই দেশের ভাবমুর্তি ও সমাজের শান্তি মৃংখলা রক্ষায় নৈতিক দায়িত্বশীলতার সাথে এগুলো দমনে সকলকে আন্তরিক হতে হবে।পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের হাট-চাঁদনীর মোড়ে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট