1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভারতের কারাগারে ১০৬৭ বাংলাদেশি আটক: গুম কমিশনের অনুসন্ধান চলমান - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

ভারতের কারাগারে ১০৬৭ বাংলাদেশি আটক: গুম কমিশনের অনুসন্ধান চলমান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
গুম কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গত দুই-আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গুম কমিশনের পক্ষ থেকে ভারতীয় কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে থাকা ১০৬৭ বাংলাদেশির নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য সংগ্রহের পর তা কমিশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তি রয়েছেন কি না, তা নিয়ে অনুসন্ধান চলছে। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির পর অনুসন্ধান আরও জোরদার করা হবে।

গুম কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী আরও জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমত উল্লাহ নামে গুম হওয়া এক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়েছে। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গুম সংক্রান্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নুর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিজ নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন

বাংলাদেশি নাগরিকদের গুম ও বিদেশি কারাগারে আটক থাকার বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বিষয়টির সমাধান কতটা কার্যকর হয়, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট