1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

ময়মনসিংহে তরুণ-তরুণীদের মাদকমুক্ত জীবনের অঙ্গীকার

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ময়মনসিংহে দেড়শ

উন্নত, সমৃদ্ধ, এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের প্রায় দেড়শ’ তরুণ-তরুণী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই শপথ গ্রহণ করে কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সভাটি আয়োজন করে জেলা তথ্য অফিস।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো. আশরাফুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন। তিনি মাদকবিরোধী কার্যক্রম নিয়ে একটি মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার এবং ময়মনসিংহ বিভাগ রোভার স্কাউটসের প্রতিনিধি অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তারা তরুণ প্রজন্মকে মেধা ও নৈতিকতার ভিত্তিতে উন্নত জীবন গড়ার আহ্বান জানান।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে সিলমন আহমেদ, সাজ্জাদুল ইসলাম এবং খোকন মিয়া তাদের অনুভূতি ও ভাবনা তুলে ধরেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম তরুণদের উদ্দেশ্যে বলেন, “মানুষের প্রতি সৌজন্য ও সম্মান দেখিয়ে, নৈতিক দৃঢ়তা বজায় রেখে, এবং মেধাচর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ জীবন গড়ে তুলুন। তারুণ্যই উন্নত বাংলাদেশের ভিত্তি।”

এই মতবিনিময় সভা তরুণদের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরা একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

মাদকমুক্ত সমাজ গড়তে এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট