1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মরা ৩ নং ওয়ার্ডে আজ নাসির আহমেদ কমিউনিটি সেন্টারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনগণের অংশগ্রহণে দেশপ্রেম, ঐতিহ্য, এবং রাজনৈতিক সংগ্রামের বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আবুল কাওসার আশা, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সাজেকুল ইসলাম তাজুল, সাবেক সিনিয়র সভাপতি, বন্দর ইউনিয়ন ছাত্রদল। অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, যুগ্ম জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ। হুমায়ুন মোল্লা, শাহ আলম, এবং হাবিবুর রহমান হাবিব, মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড। আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আবুল কাওসার আশা বলেন, “আমরা বক্তৃতায় ভালো কথা বলি, কিন্তু কাজের সময় অনেকেই দায়িত্ব পালন করি না। কিছু মানুষ ধর্মীয় চেহারা এবং পোশাকের আড়ালে সমাজে নানা অপকর্ম করে।” তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক নির্যাতন সহ্য করেছেন, যেখানে শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিটে পালিয়ে যান।

অ্যাডভোকেট সাজেকুল ইসলাম তাজুল বলেন, বিজয়ের এ দিবস আমাদের দেশপ্রেম, ত্যাগ এবং ঐক্যের শিক্ষা দেয়। তিনি তরুণ প্রজন্মকে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা রায় প্রদান ও প্রশাসনিক ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “আইনের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”

হাবিবুর রহমান হাবিব, শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গ্রামের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভাটি বিজয়ের চেতনা এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট