মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টান বলাকী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এমন সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত দু’জন বিএনপি কর্মী। আহতরা হলেন- টান বলাকী গ্রামের শুক্কুর আলী (৪২) ও শাহাদাত (৩০) নামে দুইজন। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় যে, গত ১৮ নভেম্বর হোসেন্দী ইউনিয়নের টান বলাকী গ্রামের স্থানীয় বিএনপি কর্মী মাহফুজ প্রধানসহ কয়েকজন বিএনপির সমর্থকের সাথে আওয়ামী লীগ সমর্থকদের মারামারির ঘটনা ঘটেছে।
হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর বাড়িও একই গ্রামে। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঐ গ্রামে। এদিকে উক্ত বিষয়টি নিয়ে শনিবার বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকে বসেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন মন্টু। মিটিং শেষ করে তিনি ঢাকা চলে যাবার সময় সন্ধ্যা সাতটার দিকে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিকর্মী মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে জানা যায়।
এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়ছে। এ সময় দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটির সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক হোসেন্দী ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য বলেন, চর বলাকী গ্রামে অল্প কিছুদিন আগে চালু হওয়া ওয়ার্ড বিএনপির কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে। বিএনপিকর্মী মাহফুজ প্রধানের বাড়িতেও হামলা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় দু’জন আহত হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন যে, এমন একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারব।