1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫

“অধিকার, সমতা, ক্ষমতায়ণ, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ আলোচনসভা, নারী সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা কালেক্টর মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শ্রেনী পেশার নারীরা।পরে জেলা প্রসাকের সম্মেলন কক্ষে আলোসভা ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।বক্তরা নারীদের ক্ষমতায়ন, সমতা ও যথাযথ মর্যাদা বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের অগ্রগতিতে নারী পুরুষদের সমান অংশগ্রহনের বিকল্পনেই বলে জানান বক্তরা। আলোকপাত করা হয় জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়।পরে কিশোর-কিশোরী ক্লাব ও রচনা প্রতিযোগিতায় নারীদের পুরষ্কার বিতরণ এবং প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট