1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মুন্সীগঞ্জে খালইষ্টে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জে খালইষ্টে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ শহর বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ শহর বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে বেশ আনন্দিত হন। এমন মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু। তিনি বলেন, শীতার্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সমাজের অন্যান্য বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহবুব আলম স্বপন, যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব এবং যুগ্ম আহ্বায়ক শাহাদাত সরকার। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শীতার্ত মানুষদের সাহায্যে সবাইকে এগিয়ে আসা উচিত। তারা আরও জানান, শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ একটি বড় মানবিক দায়িত্ব, যা সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন। এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন। তাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষগুলো অত্যন্ত খুশি। তারা জানান, এ ধরনের সহযোগিতা তাদের শীতকালীন কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। তাদের মতে, যদি সমাজের ধনী ব্যক্তিরা এমন উদ্যোগে নিয়মিত অংশ নেন, তবে অসহায় মানুষগুলোর শীতের কষ্ট অনেকাংশে কমে যাবে। তারা শহর বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বেশি মানুষকে এমন কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

এই উদ্যোগটি স্থানীয়ভাবে অত্যন্ত প্রশংসিত হয়েছে। শীতার্তদের জন্য এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট