1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ

মুন্সীগঞ্জে নদীতে ড্রেজার বসিয়ে চলছে মাটি লুট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
ড্রেজার বসিয়ে চলছে মাটি লুট

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রজতরেখা নদীতে প্রকাশ্যে ড্রেজার বসিয়ে মাটি লুট করছে একটি সংঘবদ্ধ চক্র। গত ১৫ দিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি যশলং ইউনিয়ন পরিষদের তহসিলদার (ভূমি কর্মকর্তা) রফিকুল ইসলামকে বারবার জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গিবাড়ী ও সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত রজতরেখা নদীর টঙ্গীবাড়ী উপজেলার ছোট কেওয়ার এলাকায় প্রকাশ্যে ড্রেজার বসিয়ে মাটি কাটছেন ছোট কেওয়ার গ্রামের শাহালম ও ধীপুর গ্রামের মাসুম মেম্বার। স্থানীয়দের দাবি, সরকারি নদী থেকে অবৈধভাবে উত্তোলিত এই মাটি ছোট কেওয়ার গ্রামে একটি পুকুর ভরাটের জন্য ব্যবহার করা হচ্ছে।

ড্রেজারের এক শ্রমিক নেত্রকোনা জেলার মুন্না জানান, মাসুম মেম্বার ও শাহালম মিলে খালের মধ্যে ড্রেজার বসিয়ে মাটি কেটে নিচ্ছেন। তবে এই মাটি কাটার কোনো অনুমতি আছে কিনা, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

অভিযুক্ত শাহালম ও মাসুম মেম্বার উভয়েই স্বীকার করেছেন যে, তারা অনুমতি ছাড়াই মাটি কাটছেন। মাসুম মেম্বার বলেন, শাহালম তার আত্মীয়, তাই ড্রেজার দিয়ে তাকে মাটি কেটে দিচ্ছেন। তিনি স্বীকার করেন যে, মাটি কাটার কোনো সরকারি অনুমতি নেই।

এলাকাবাসী বারবার অভিযোগ করার পরও স্থানীয় ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম কোনো ব্যবস্থা নেননি। তিনি জানান, তিনি বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফকে অবগত করেছেন এবং তিনিই ব্যবস্থা নেবেন। তবে এক সপ্তাহ ধরে একই কথা বলে আসছেন ভূমি কর্মকর্তা, কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন, তিনি এই বিষয়ে আজই (২৯ জানুয়ারি ২০২৫) জানতে পেরেছেন এবং স্থানীয় ভূমি কর্মকর্তাকে মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের নিষ্ক্রিয়তায় সরকারি নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। মাসুম মেম্বারের বিরুদ্ধে আগেও সরকারি খাল থেকে মাটি কাটার অভিযোগ ছিল এবং তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও তিনি থেমে থাকেননি। স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন অবৈধ কর্মকাণ্ড রোধ করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট