1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম সহ নিহত ২ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম সহ নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম সহ নিহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনায় মসজিদের ইমামসহ ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদী স্টান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় সৈয়দ আহম্মেদ নামের ওই ইমাম ঘটনা স্থলেই যায়।জানা যায়, সৈয়দ আহম্মেদ গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভাঁটি বলাকি পশ্চিম পাড়া এস.ডি খাঁন জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে আহম্মেদের আত্মীয় সুমন জানান, তিনি আমার ফুফা হয়,ওনার বাড়ি চাঁদপুর জেলার, মতলব উপজেলার শ্যামনগর গ্রামে।

অপর দিকে একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার দিবাগত রাতে আনুমানিক ৯ টায় আকিজ কারখানার এক শ্রমিক রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপার মারা যায়। নিহত ঐ শ্রমিকের নাম আবুবকর, তিনি বগুড়া জেলার বাসিন্দা ছিলেন আকিজ কারখানায় কাজ করতেন।এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইর্নচাজ (ওসি) হুমায়ূন কবির জানায়,সংবাদ পাওয়ার পরপর পুলিশ পাঠানো হয়। সৈয়দ আহম্মেদ নামে একজন মারা যায়।রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ওনাকে চাপ দিলে মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনা স্থলেই মারা যায়। সৈয়দ আহমদ এর মৃতদেহ থানায় রয়েছে।ওনার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।অপর দিকে আবুবকর নামে শুক্রবার রাত ৯টায় আকিজ কোম্পানির শ্রমিক একি ভাবে রাস্তা পারাপারের নিহত হয় বলে জানায় তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট