1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

মুন্সীগঞ্জে মাকহাটী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
সেবা প্রদান

মুন্সীগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন “অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ১,৫০০ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা থেকে আগত ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। এতে চর্ম, অর্থোপেডিক্স, গাইনী, শিশু, মেডিসিন, নাক-কান-গলা, চক্ষুসহ অন্যান্য বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি সকল রোগীর জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দিনব্যাপী এ বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শরীফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ডা. এটিএম এমদাদ হোসেন (এসএসসি ১৯৮৫ ব্যাচ), লেখক ও কলামিস্ট মো. আসলাম খান (ফ্যাশন হাউস পরিচালক), প্রধান শিক্ষক মো. ফারুক আহাম্মদ। এ ছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ আয়োজন শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। দেশ-বিদেশে কর্মরত সুনামধন্য চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা এলাকাবাসীর জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট