1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

রমজানে কঠোর বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় ৮০ হাজার মুসল্লির জুমার নামাজ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
রমজানে কঠোর বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় ৮০ হাজার মুসল্লির জুমার নামাজ

রমজান মাসে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসায় নামাজ আদায়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দখলদার ইসরায়েল। তবুও শুক্রবার (১৪ মার্চ) বিপুল সংখ্যক মুসল্লি সেখানে জুমার নামাজ আদায় করেছেন।

মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে, এদিন প্রায় ৮০ হাজার মুসল্লি আল-আকসায় নামাজ আদায় করেন। তবে ইসরায়েলি পুলিশ সঠিক সংখ্যা প্রকাশ না করে বলেছে, সেখানে “হাজার হাজার মানুষ” উপস্থিত ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, নামাজ আদায়কারীদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি ছিলেন। পশ্চিমতীর থেকে মুসল্লিদের আসা ঠেকাতে দখলদার বাহিনী কঠোর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে পশ্চিমতীর থেকে মুসল্লিদের উপস্থিতি কম ছিল।

ইসরায়েলি পুলিশ আরও শর্ত জারি করে, শুধুমাত্র ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। মুসল্লিদের আল-আকসায় প্রবেশের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ পাস সংগ্রহ করতে হয়। তরুণদের প্রবেশ নিষিদ্ধ করে বিভিন্ন স্থানে কড়া চেকপোস্ট বসানো হয়।

ইসরায়েলের কড়াকড়ির মধ্যেও জুমার নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহেও একইভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মুসল্লিরা নামাজ আদায় করেছিলেন।

দখলদার ইসরায়েলি বাহিনী মূলত মুসলমানদের আল-আকসায় প্রবেশে বাধা দিতে এসব বিধিনিষেধ আরোপ করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা। তবে মুসল্লিদের বিশাল উপস্থিতি প্রমাণ করে, সব বাধা সত্ত্বেও তারা ইসলামিক ঐতিহ্য ও নিজেদের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট