1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রাজধানীতে ১৮ টি চোরাই মোবাইল ফোনসহ ৪ জন গ্রেপ্তার - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

রাজধানীতে ১৮ টি চোরাই মোবাইল ফোনসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
১৮-টি-চোরাই-মোবাইল-ফোনসহ-৪-জন-গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল চোরাই মোবাইল, পাওয়ার ব্যাংক ও হাতঘড়ি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে ১৮টি চোরাই মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি পুরাতন হাতঘড়ি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মোল্লা (৩০), মো. আব্দুল্লাহ (২৪), জয় হোসেন (২২) এবং মো. শহিদুল ইসলাম (৪৮)। পুলিশ জানায়, রোববার (২২ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানাধীন ওয়াইজঘাট এলাকায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ওয়াইজঘাট এলাকার সিটি করপোরেশন মার্কেটের সামনে কিছু ব্যক্তি চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১০টায় পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযান থেকে উদ্ধার হওয়া ১৮টি পুরাতন মোবাইল ফোন, একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন হাতঘড়ি ছিল তাদের হেফাজতে। এই বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে ঢাকার গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক এবং হাতঘড়ি চুরি করে তা কম দামে ক্রয়-বিক্রয় করছিল। এসব চোরাই পণ্য তারা ঢাকার সদরঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক এবং হাতঘড়ি একই উদ্দেশ্যে ছিল, যা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট