1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

রাজধানীতে ১৮ টি চোরাই মোবাইল ফোনসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
১৮-টি-চোরাই-মোবাইল-ফোনসহ-৪-জন-গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল চোরাই মোবাইল, পাওয়ার ব্যাংক ও হাতঘড়ি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে ১৮টি চোরাই মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি পুরাতন হাতঘড়ি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মোল্লা (৩০), মো. আব্দুল্লাহ (২৪), জয় হোসেন (২২) এবং মো. শহিদুল ইসলাম (৪৮)। পুলিশ জানায়, রোববার (২২ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানাধীন ওয়াইজঘাট এলাকায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ওয়াইজঘাট এলাকার সিটি করপোরেশন মার্কেটের সামনে কিছু ব্যক্তি চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১০টায় পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযান থেকে উদ্ধার হওয়া ১৮টি পুরাতন মোবাইল ফোন, একটি পুরাতন পাওয়ার ব্যাংক এবং চারটি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন হাতঘড়ি ছিল তাদের হেফাজতে। এই বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে ঢাকার গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক এবং হাতঘড়ি চুরি করে তা কম দামে ক্রয়-বিক্রয় করছিল। এসব চোরাই পণ্য তারা ঢাকার সদরঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক এবং হাতঘড়ি একই উদ্দেশ্যে ছিল, যা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট