রাজিব সার্ভিসের সকল বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা ।
আজ দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের বাস টার্মিনাল চত্বরে এ কর্মসূচি পালন করে।
জামালপুর-ঢাকা সড়কে বাস সার্ভিস সংস্কার এবং দুর্ঘটনা রোধে রাজিব সার্ভিসের বাস বন্ধের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আব্দুল্লাহ আল আবিদ সৌরভ ও যুগ্ম আহবায়ক আফরিন জান্নাত আখি ও মুকুল হোসাইন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির
প্রতিবাদে আজ দুপুর থেকে জামালপুর থেকে বিভিন্ন সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ আব্দুস সোবহান জানান, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন সড়কে চলাচলকারী যাত্রীরা।
সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। দুই পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, রোববার জামালপুর-ময়মনসিংহ মহা সড়কের ছোট জয়রামপুরে রাজিব সার্ভিসের বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়ে দিয়েছে।