1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

রামপালে সাবেক মন্ত্রী এম. শামসুল ইসলামের পরিবারের কম্বল বিতরণ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জ কম্বল বিতরণ, সাবেক মন্ত্রী শামসুল ইসলাম, রামপাল ইউনিয়ন বিএনপি, শীতার্তদের সহায়তা, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, মুন্সীগঞ্জ শীতবস্ত্র বিতরণ, সিপাহীপাড়া কম্বল বিতরণ, বিশেষ দোয়া মাহফিল, মুন্সীগঞ্জ মানবিক কার্যক্রম, রামপাল ইউনিয়ন মানবিক সহায়তা

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এম. শামসুল ইসলামের পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবুর সৌজন্যে এবং তার সার্বিক সহযোগিতায় রামপাল ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন এ আয়োজন করে।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে ১,২০০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাজী আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত, এবং মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মন্ডল।

রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, জেলা যুবদল নেতা ইকবাল হোসেন, শাহজাহান সাজু, আতাউর রহমান, মীর মোহাম্মদ সেলিম মেম্বারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে সাবেক মন্ত্রী এম. শামসুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় একজন মাওলানা।

কম্বল বিতরণ কার্যক্রমে শীতার্ত মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, শীতবস্ত্র পেয়ে তারা দারুণ উপকৃত হয়েছেন। নেতাকর্মীরাও জানিয়েছেন, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট