মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এম. শামসুল ইসলামের পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবুর সৌজন্যে এবং তার সার্বিক সহযোগিতায় রামপাল ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন এ আয়োজন করে।
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে ১,২০০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাজী আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত, এবং মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মন্ডল।
রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, জেলা যুবদল নেতা ইকবাল হোসেন, শাহজাহান সাজু, আতাউর রহমান, মীর মোহাম্মদ সেলিম মেম্বারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে সাবেক মন্ত্রী এম. শামসুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় একজন মাওলানা।
কম্বল বিতরণ কার্যক্রমে শীতার্ত মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, শীতবস্ত্র পেয়ে তারা দারুণ উপকৃত হয়েছেন। নেতাকর্মীরাও জানিয়েছেন, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।