1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

রাশিয়ার অস্ত্র শক্তির হুঁশিয়ারি: পশ্চিমাদের চেয়ে এগিয়ে থাকার দাবি পুতিনের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার কাছে রয়েছে আরও শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্র। তিনি দাবি করেন, ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা দেশগুলোর অস্ত্রের চেয়ে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আরও দীর্ঘপাল্লার এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, “রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন ন্যাটোভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদনের চেয়ে দশগুণ বেশি। আগামী বছর এই উৎপাদন আরও ২৫-৩০ শতাংশ বাড়ানো হবে।”

পুতিন আরও উল্লেখ করেন, রাশিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ইস্কান্দার’ যুক্তরাষ্ট্রের তৈরি ‘এটিএসিএমএস’ (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম)-এর তিন সংস্করণের সমান। তিনি আরও দাবি করেন, নতুন আমেরিকান প্রিসিশন স্ট্রাইক মিসাইল সিস্টেমও বৈশিষ্ট্যের দিক থেকে রাশিয়ার অস্ত্রের চেয়ে উন্নত নয়।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার অনুমতি দেয়। এই অস্ত্রের মধ্যে রয়েছে ব্রিটিশ ‘স্টর্ম শ্যাডো’, ফরাসি ‘এসসিএএলপি’ এবং আমেরিকান ‘এটিএসিএমএস’। তবে পুতিনের মতে, ইউক্রেনকে সরবরাহ করা এই অত্যাধুনিক অস্ত্র যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না। তিনি দাবি করেন, “রাশিয়া দূরপাল্লার অস্ত্র উৎপাদনে পশ্চিমাদের ছাড়িয়ে গেছে।”

রাশিয়ার অস্ত্রাগারে ইতিমধ্যে ‘কালিবার’ ক্রুজ ক্ষেপণাস্ত্র, ‘কিনঝাল’ এবং ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পুতিন জানান, এগুলোর বৈশিষ্ট্যের দিক থেকে বিশ্বে কোনো সমতুল্য অস্ত্র নেই। “এই অস্ত্রগুলোর উৎপাদন এখন পুরোদমে চলছে এবং আরও বাড়ানো হচ্ছে,” বলেন তিনি।

পুতিন আরও প্রতিশ্রুতি দেন, রাশিয়ার অস্ত্রাগারে ভবিষ্যতে নতুন অত্যাধুনিক হাইপারসনিক সিস্টেম যোগ করা হবে।

পুতিন দাবি করেন, রাশিয়া জানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষের কাছে কতগুলো অস্ত্র রয়েছে, সেগুলো কোথায় অবস্থিত এবং কতগুলো সরবরাহের পরিকল্পনা রয়েছে। “আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে,” বলেন তিনি।

পশ্চিমা অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে পুতিন বলেছেন, রাশিয়ার সামরিক সক্ষমতা এবং উৎপাদন ক্ষমতা প্রমাণ করছে যে, তাদের প্রযুক্তি এবং সামরিক নীতির ভিত্তি পশ্চিমাদের থেকে অনেক এগিয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট