রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সহমর্মিতার জন্য রাষ্ট্রদূত ইউসুফ রামাদান কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানের প্রতি তিনি ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নিরীহ নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা জানান এবং এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে। জাতিসংঘ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), এবং জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)–সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ জোরালো ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল সমর্থন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের মধ্যে সহযোগিতার পথ আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।