1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিব: ফিরতে চায় রোহিঙ্গারা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরিদর্শনকালে তিনি দুটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছেন—এক, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়; দুই, তারা ক্যাম্পে আরও ভালো পরিবেশ চায়।

শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং আশ্রিত জনগোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম দেখেন, যার মধ্যে ছিল রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র।

পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিব বলেন, “রোহিঙ্গারা মিয়ানমারে ফেরার আগ্রহ প্রকাশ করেছে, তবে তাদের অধিকার নিশ্চিত না হলে তারা ফিরতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা এবং রোহিঙ্গাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।”

গুতেরেস আরও বলেন, “রোহিঙ্গারা ক্যাম্পে আরও ভালো পরিবেশ চায়। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ মানবিক সহায়তা নাটকীয়ভাবে কমিয়ে দেওয়ায় ক্যাম্পে খাদ্য রেশন কমাতে বাধ্য হয়েছি।”

তিনি প্রতিশ্রুতি দেন, তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করবেন যেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা পুনরায় বাড়ানো যায়।

জাতিসংঘ মহাসচিব বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি। পাশাপাশি, সম্মানের সঙ্গে বসবাসের জন্য তাদের মানবিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।”

এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন জাতিসংঘ মহাসচিব। তবে, বাস্তবে এই সংকট সমাধানে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, তা সময়ই বলে দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট