1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

শাবনূর এক সময়ের ঢালিউড রাণী, এখন নতুন বাস্তবতায়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
শাবনূর

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বাস করছেন এবং অভিনয়ের সঙ্গেও তেমন যুক্ত নেই। তবে গত বছর হঠাৎ করেই দেশে ফিরে তিনটি সিনেমায় কাজ করার ঘোষণা দেন তিনি, কিন্তু এরপর আবারও ফিরে যান অস্ট্রেলিয়ায়। যদিও সিনেমার পর্দায় তাকে দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ার বদৌলতে শাবনূর ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়।

সম্প্রতি, শাবনূর তার নতুন রূপে ফেসবুকে হাজির হয়ে ভক্তদের সামনে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া।” তবে, এই ছবি প্রকাশের পর তার কিছু ভক্ত খুশি হতে পারেননি।

বিভিন্ন মন্তব্যে তারা তার পোশাকের খোলামেলা অবতারে হতাশা প্রকাশ করেছেন। একজন ভক্ত, মুহিবুর রহমান, তার মন্তব্যে লেখেন, “তুমি ভুলে গেছো যে তুমি বাংলার রাণী। তোমার পোশাক বেমানান লাগে। মাঝে মাঝে শাড়ি পরো, সৌখিনভাবে ক্যামেরার সামনে আসবে।” অন্য একজন, সানজিদা ইসলাম, তার হতাশা প্রকাশ করে বলেন, “আমি শাবনূরের বড় ভক্ত, কিন্তু আজ তার এমন ছবি দেখে হতাশ হয়েছি। আপনি এমন পোশাক পরবেন না, আপনার ভক্তদের কষ্ট দেবেন না।”

১৯৯৩ সালে, নির্মাতা এহতেশামের পরিচালনায় ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে শাবনূর ঢালিউডে পদার্পণ করেন। এরপর তার ক্যারিয়ার একে একে সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের, যার মধ্যে রয়েছে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমা।

শাবনূর এবং প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের জনপ্রিয় জুটি এখনও দর্শকদের হৃদয়ে অম্লান। দীর্ঘ ৩১ বছরের অভিনয়জীবনে তিনি অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। যদিও বর্তমানে সিনেমার পর্দায় দেখা না মিললেও, শাবনূর নিজের জীবনের নতুন বাস্তবতায় হাসিমুখে এগিয়ে যাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট