1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন

শেখ হাসিনাকে ফেরাতে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন: চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
শেখ হাসিনা

সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ সাবেক মন্ত্রীসহ ১৩ জন আসামিকে হাজির করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার শাসনামলে (গত ১৫ বছরে) মানবতাবিরোধী অপরাধের একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • পিলখানা হত্যাকাণ্ড
  • শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা
  • ছাত্র-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ হত্যা এবং ২৫ হাজারের বেশি মানুষকে আহত করা

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই, যা তিনি সংগঠিত করেননি। এই ১৩ আসামি তার এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। ট্রাইব্যুনালে উপস্থিত ১৩ আসামি হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনাকে ফেরাতে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান প্রসিকিউটর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট