1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
বাস-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক এ ঘটনায় নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। তবে এখনো তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, উভয় যানবাহনের চালকের অসতর্কতা এই দুর্ঘটনার কারণ হতে পারে। শেরপুর জেলা প্রশাসন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই দুর্ঘটনার খবর শুনে শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

আহত দুই জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রাণহানির এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবি আবারও জোরালো হয়েছে। এই দুর্ঘটনা সড়ক ব্যবস্থাপনায় আরও উন্নতি ও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট