1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সচিবালয়ের পাসপোর্ট সেবা এখন সাংবাদিকদের জন্য উন্মুক্ত - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

সচিবালয়ের পাসপোর্ট সেবা এখন সাংবাদিকদের জন্য উন্মুক্ত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে সাংবাদিকদের জন্য পাসপোর্ট সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়ে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভার আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সচিবালয়ের বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা প্রদান করা হবে। এই সিদ্ধান্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়াও, চিঠিতে আরো উল্লেখ করা হয় যে, সাংবাদিকদের জন্য বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠানো হয়েছে। এর ফলে সচিবালয়ের বিটে কর্মরত সাংবাদিকরা এখন সরকারি সুযোগ সুবিধার আওতায় দ্রুত পাসপোর্ট এবং গাড়ির ফিটনেস সেবা পেতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট