1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

জামালপুর জেলার ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজে আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ৫ম আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ময়মনসিংহ বোর্ড আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাবেক সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, অংশগ্রহণকারী কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।

মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রতিযোগীদের ক্রীড়া শপথ পাঠ করানো হয় এবং বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনা করা হয়।

দিনব্যাপী চলা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এই আয়োজন প্রতিযোগীদের মানসিক ও শারীরিক বিকাশে অনুপ্রেরণা জোগাবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত দক্ষতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট