1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে রড তোলার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজন প্রাণনাশ

মেহেদী হাসান
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট-হয়ে-তিনতলা-থেকে-পড়ে-দুজনের-মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ওপর থেকে পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কদমতলী এলাকার ফয়সাল আহমেদের নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ভেজাল বর্মনের ছেলে ছায়াপদ (৩৫) এবং একই উপজেলার পাথরখুড়া গ্রামের মৃত হরিদাসের ছেলে নীল দাস (৬০)। তাঁরা সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় তাঁরা অটোরিকশাচালক ছিলেন এবং বাসাবাড়ির মালামাল ওঠানামার কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তিনতলা ভবনের ছাদে লোহার রড ও অ্যাঙ্গেল ওঠানোর কাজ চলছিল। এ সময় লোহার রড বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে ছায়াপদ ও নীল দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

নীল দাসের স্ত্রী সন্ধ্যা বালা জানান, তাঁর স্বামী এবং খালু ছায়াপদ অটোরিকশা চালানোর পাশাপাশি বাসাবাড়ির মালামাল ওঠানামার কাজ করতেন। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুতে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে তিনি গভীর শঙ্কিত। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ধরনের দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে নির্মাণ কাজের সময় আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট