1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সৌম্য সরকারের আঙুলে পাঁচ চোট, খেলা হচ্ছে না বিপিএলের প্রথম পর্বে - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব

সৌম্য সরকারের আঙুলে পাঁচ চোট, খেলা হচ্ছে না বিপিএলের প্রথম পর্বে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
সৌম্য সরকার

গেল কয়েক মাস ধরে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার সৌম্য সরকার। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার ব্যাটিং ছিল দুর্দান্ত। সেখানে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জয় এবং পরে জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়া সৌম্যর ক্রিকেট ক্যারিয়ারের এক উজ্জ্বল অধ্যায়। তবে গতকাল (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত এক ম্যাচে চোটে পড়েন এই তারকা ব্যাটার, যা তাকে মাঠের বাইরে রাখবে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ।

গতকালকের ম্যাচ চলাকালীন স্লিপে ফিল্ডিং করার সময় সৌম্য আঙুলে আঘাত পান। একটি সহজ ক্যাচ নিতে গিয়ে বল তার ডান হাতের তর্জনিতে আঘাত করে, যার ফলে আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়। ম্যাচের পরে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, আঘাত পাওয়া স্থানে তার হাঁড়ও স্থানচ্যুত হয়েছে। চোটের কারণে সৌম্যকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, অর্থাৎ আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল-এর প্রথম পর্বে রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারবেন না তিনি।

বুধবারের ম্যাচে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলছিল। প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়ার পর সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ব্যাটিংয়ে কোনো উল্লেখযোগ্য রান ছিল না, বোলিংয়ে টাইগাররা দুর্দান্ত পারফর্ম করে। তানজিম হাসানের বলে স্লিপে ক্যাচ দিয়ে আঙুলে আঘাত পান সৌম্য। এটি ছিল একটি সহজ ক্যাচ, তবে সৌম্য তার আঙুলে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে সৌম্য সরকারের ফর্ম ছিল দারুণ। চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি ৩২ বলে ৪৩ রান করেন। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি তেমন রান পাননি এবং রান আউট হয়ে ১৮ বলে ১১ রান করেন। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সৌম্য ৭৩ রান করেছিলেন, যা তার ফর্মের ধারাবাহিকতা প্রমাণ করে।

সৌম্য সরকারের এই আঘাত তার জন্য একটি বড় ধাক্কা, বিশেষত বিপিএল-এর প্রথম পর্বে তার অনুপস্থিতি বাংলাদেশের ক্রিকেট দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে সৌম্য দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা। তার চোট সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে, এবং এই সময়ের মধ্যে তিনি জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোও মিস করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট