দেশীয় ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে স্মারক স্বর্ণ মুদ্রার দাম আবারও বাড়াল বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রায় ১৫ হাজার টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দেড় লাখ টাকা। এই নতুন দর ২০ এপ্রিল রবিবার থেকে কার্যকর হয়েছে।
এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি স্মারক স্বর্ণ মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছিল।
বর্তমানে বাংলাদেশ ব্যাংক তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা বাজারজাত করে, যা ২২ ক্যারেট মানের এবং ওজন ১০ গ্রাম। এই তিনটি মুদ্রা হলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ১৯২০–২০২০, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১–২০২১।
এই স্বর্ণ মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন শাখা এবং মিরপুরে অবস্থিত টাকা যাদুঘরে পাওয়া যায়।
বর্তমানে স্মারক রৌপ্য মুদ্রার মূল্য ৭ হাজার টাকা, এবং এ দরে কোনো পরিবর্তন আনা হয়নি।
স্মারক রৌপ্য মুদ্রার মধ্যে রয়েছে মোট ১২টি ভিন্ন ডিজাইন — বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং রাষ্ট্রীয় অর্জন স্মরণে এসব মুদ্রা বাজারে ছাড়া হয়।
বাংলাদেশ ব্যাংক গত বছর (২০২৪ সালে) ৬ দফায় স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে।
২৬ ডিসেম্বর ২০২৩: দাম হয় ১ লাখ টাকা
১৬ জুলাই, ১ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর: মোট ২৫ হাজার টাকা বৃদ্ধি
২০২৫ সালের ফেব্রুয়ারিতে: আরও ১০ হাজার টাকা বাড়ানো হয়
বিশ্ববাজারে স্বর্ণের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং দেশে স্বর্ণ আমদানির খরচ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্মারক স্বর্ণ মুদ্রাগুলো মূলত সংগ্রহযোগ্য ও উপহারযোগ্য হিসেবেই ব্যবহৃত হয় এবং সাধারণ ক্রয়-বিক্রয় পদ্ধতিতে চলে না।