1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বেশ কিছু এলাকায় - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বেশ কিছু এলাকায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
তিতাস গ্যাস

রাজধানীর বেশ কিছু এলাকায় বুধবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নিম্নলিখিত এলাকাগুলোতে—  উত্তরখান,  দক্ষিণখান,  ফায়েদাবাদ,  আশকোনা, ✅ আশপাশের অন্যান্য এলাকা (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত)।

এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এই কাজের জন্যই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

আপনার এলাকায় গ্যাস সরবরাহ থাকবে কি না, তা আগেভাগে নিশ্চিত হয়ে নিন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট