1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে ফেরা ও গ্রামে যাওয়ার ব্যস্ততা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে ফেরা ও গ্রামে যাওয়ার ব্যস্ততা

দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে এবার ঈদুল ফিতরে অনেক নগরবাসী রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে গিয়েছিলেন। তুলনামূলক স্বস্তিদায়ক ঈদযাত্রার পর এবার শুরু হয়েছে কর্মজীবীদের ঢাকায় ফেরার পালা। তবে, ছুটি দীর্ঘ হওয়ায় এখনো অনেকে গ্রামে ছুটি কাটাচ্ছেন।

বুধবার (২ এপ্রিল) ভোর থেকে রাজধানীর সদরঘাট, গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অনেকেই ঢাকায় ফিরছেন, আবার কেউ কেউ এখনো রাজধানী ছাড়ছেন।

গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, কেউ গ্রামে ফিরছেন, আবার কেউ পরিবার নিয়ে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন। কুষ্টিয়াগামী যাত্রী মিলন মাহমুদ বলেন, ‘ঈদের সময় অফিস ডিউটি করেছি। তাই এখন তিন-চারদিন ছুটি কাটাতে মায়ের কাছে যাচ্ছি। সব ঠিক থাকলে ছুটি শেষে আবারও ঢাকায় ফিরবো।’

ব্যবসায়ী সুমন মাহমুদ পরিবার নিয়ে সাতক্ষীরার শ্যামনগর ও সুন্দরবন ঘুরতে যাচ্ছেন। তিনি জানান, ‘ঈদের ছুটিতে ব্যবসা ভালো চলে না, তাই পরিবার নিয়ে একটু ঘুরতে বের হলাম।’

সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধীরে ধীরে এখনো ঢাকা ছাড়ছে, আবার কেউ কেউ জরুরি কাজে ঢাকায় ফিরছেন।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, কেউ ঈদের ছুটি শেষে ফিরছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন।

যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নামাচ্ছে।

সপরিবারে সায়েদাবাদ জনপথ মোড়ে বাস থেকে নামেন শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। আমি একটি ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কাজ করি। কাল থেকে অফিস খুলছে, তাই আজই ফিরতে হলো।’

বাস মালিক ও শ্রমিকরা জানান, বুধবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন এই ধারা অব্যাহত থাকবে।

তারা আরও জানান, ঢাকায় ফেরার পাশাপাশি কিছু মানুষ এখনো গ্রামে যাচ্ছেন। ছুটি শেষে তারাও কর্মস্থলে ফিরবেন।

ঈদ পরবর্তী এই যাত্রায় সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট