1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

পুঞ্চ সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
পুঞ্চ সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে হামলা চালানো হয়, যার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনারা সংযতভাবে জবাব দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর অনুপ্রবেশের সময় একটি মাইন বিস্ফোরিত হয়। এরপরই পাকিস্তানের সেনারা বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

এক ভারতীয় সেনা কর্মকর্তা জানান, পাকিস্তানের এই আক্রমণের পর পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় বাহিনী। তিনি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি।’

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, তারা দুই দেশের সামরিক বোঝাপড়া ও চুক্তিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় থাকে।

২০২১ সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সীমান্ত সংঘাত কমানোর বিষয়ে একমত হয়েছিলেন এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সাম্প্রতিক এই হামলা সেই চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে এমন অনুপ্রবেশের কঠোর জবাব দেওয়া হবে। ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা বলেন, ‘নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখা ভারতের অন্যতম অগ্রাধিকার। তবে, পাকিস্তান যদি উসকানি দিতে থাকে, তাহলে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।’

বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে এবং সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনার সূচনা করতে পারে। যদি সীমান্ত পরিস্থিতির উন্নতি না হয়, তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট