1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
তানজিদ তামিমের সেঞ্চুরিতে রূপগঞ্জের ঘুরে দাঁড়ানো - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত

তানজিদ তামিমের সেঞ্চুরিতে রূপগঞ্জের ঘুরে দাঁড়ানো

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
তানজিদ তামিমে

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা চলছে মিরপুর ও সাভারের বিকেএসপিতে। প্রতিদিনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রোমাঞ্চ ছড়াচ্ছেন ক্রিকেটাররা। রাজধানী থেকে সাভারে গিয়ে ম্যাচ খেলতে হয় বলেই একটু বেশি ধকল সহ্য করতে হয় খেলোয়াড়দের, কিন্তু পারফরম্যান্স ভালো হলে সে কষ্টই যেন আনন্দে রূপ নেয়। ঠিক যেমনটি হলো তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে।

গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার। ৫৯ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি, যা ছিল এবারের আসরে তার প্রথম সেঞ্চুরি।

প্রথমে ব্যাটিং করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং। সহজ লক্ষ্য তাড়া করতে নামা রূপগঞ্জের জন্য এটি এক অর্থে অনুশীলনের মতো হলেও তানজিদের ব্যাটে তা রূপ নেয় দারুণ এক অর্জনে। তামিমকে সেঞ্চুরি করতে সহায়তা করেন দলটির অধিনায়ক ও আরেক ওপেনার সাইফ হাসান, যিনি বারবার সিঙ্গেলস নিয়ে তামিমকে স্ট্রাইক ফিরিয়ে দেন বড় শট খেলার সুযোগ দিতে। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে দারুণভাবে ম্যাচ শেষ করেন জুনিয়র তামিম।

ম্যাচ শেষে তানজিদ তামিম বলেন,
‘সব ম্যাচেই ইতিবাচক খেলার মানসিকতা থাকে। এখন নতুনভাবে চেষ্টা করছি ভালো শুরু পেলে কীভাবে সেটিকে বড় করা যায়।’

এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে রূপগঞ্জ। শুরুর দাপট দেখিয়ে শীর্ষে উঠলেও পরপর দুটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচের কারণে পিছিয়ে পড়েছিল দলটি। তবে সাম্প্রতিক দুই জয় তাদের ফের সুপার সিক্সের দৌড়ে নিয়ে এসেছে। বাকি দুটি ম্যাচে ভালো কিছু করতে পারলে পরের পর্ব নিশ্চিত করতে পারবে সোহেল ইসলামের দল।

অন্যদিকে, বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ব্রাদার্স ৯ উইকেটে তোলে ২৩৮ রান। জবাবে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী। এই জয়ে তারাও সুপার সিক্সে টিকে থাকার আশা ধরে রেখেছে।

ডিপিএলের প্রথম পর্ব এখন জমে উঠেছে। প্রতিটি ম্যাচই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সুপার সিক্সের টিকিট নিশ্চিত করতে চায় তাদের জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট