1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ

মতলব মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
মতলব মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে বাজারের নবীরের হার্ডওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে অধিকাংশ দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, শরীফের রঙের দোকান, মুক্তারের হার্ডওয়ার, গণেশের স্বর্ণের দোকান, নবীরের হার্ডওয়ার, বিল্লাল ও আলমের মুদি দোকান, হক ফার্মেসি, কুমিল্লা মিষ্টির ভান্ডার, একটি সেলুন এবং মনির হোসেন মার্কেটের কয়েকটি দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, নবীরের দোকান থেকে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের মালামাল ও অবকাঠামো কিছুই রক্ষা করা যায়নি। তাঁদের জীবনের সব সঞ্চয় এই দোকানগুলোর মধ্যেই ছিল, যা এক নিমিষেই শেষ হয়ে গেছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “সকাল সাড়ে সাতটার দিকে আমরা খবর পাই। ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে উৎসুক জনতার ভিড়ে কাজ করতে অনেকটা হিমশিম খেতে হয়।”

অন্যদিকে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমজাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও মুন্সীরহাট বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন সড়কের পশ্চিম পাশের প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট