1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু কাল, আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সামনে রেখে ঘোষণা ১৫ সদস্যের দল ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন সিলেটে। আগামীকাল (২০ এপ্রিল) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। ইতিমধ্যে দুই দলই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে, তবে প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে।

সিরিজ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সিলেটের লাক্কাতুরায় নিয়মিত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। যদিও একদিনের অনুশীলন বৃষ্টিতে ভেসে গেছে, তবে পরদিন নির্বিঘ্নে প্রস্তুতি নিতে সক্ষম হয় উভয় দল।

জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৫ এপ্রিল ঢাকায় এসে পরদিন সিলেটে পৌঁছায়। বিশ্রামের পর ১৮ এপ্রিল তারা অনুশীলনে নামে, কিন্তু বৃষ্টির কারণে সেই প্রস্তুতি পূর্ণতা পায়নি। তবুও দলটির অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস জানালেন, তারা বেশ আত্মবিশ্বাসী এবং প্রস্তুত।

তিনি বলেন, “আমার মনে হয়, আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। জিম্বাবুয়েতে পেসাররা দারুণ বল করেছে, এবং দলের মানসিক অবস্থা ভালো।” বৃষ্টির অনুশীলন ভেসে যাওয়া নিয়ে উইলিয়ামস বলেন, “বৃষ্টি খারাপ কিছু নয়। কারণ ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনুশীলনে সেই আবহে অভ্যস্ত হওয়াটা আমাদের জন্য ইতিবাচক।”

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট করে বলেছেন, তারা স্পিন-সহায়ক উইকেটের পরিবর্তে স্পোর্টিং উইকেটেই টেস্ট খেলতে চান। তিনি বলেন, “আমরা চাই ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে। তাই কৃত্রিম স্পিন উইকেট বানানোর প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের চিন্তা এখনই করছি না। প্রথম টেস্ট জিতে পরবর্তী পরিকল্পনা করব।”

বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা নাহিদ রানা। তার গতিতে কাবু হন প্রতিপক্ষ ব্যাটাররা। তবে জিম্বাবুয়ে তার ব্যাপারে চিন্তিত নয়। উইলিয়ামস বলেন, “এখন অনেক বোলারই গতিময়। শুধু নাহিদ রানা নয়। আমরা বোলিং মেশিনে অনুশীলন করেছি, যা মানুষের চেয়ে দ্রুত গতিতে বল করে।”

আজ (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন ও শেষদিনের অনুশীলন। এই টেস্ট ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে সিলেটের আম্বরখানায় অবস্থিত মধুমতি ব্যাংক ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট