1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে এক মা
ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার প্রয়াস—এক মা শিশুকে বুকে জড়িয়ে হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজছে

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় গত দুই দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৯২ জন ফিলিস্তিনি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন।

সরকারি সূত্র অনুযায়ী, ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত বহু ভবনের ধ্বংসস্তূপে এখনও আটকে আছে ১০ হাজারের বেশি মরদেহ। উদ্ধারকর্মীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাব, ধ্বংস হয়ে যাওয়া রাস্তা এবং টানা হামলার কারণে মরদেহ উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সেবাও প্রায় অচল হয়ে পড়েছে।

এদিকে, চলমান সংকট নিরসনে মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের কাছে ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

এই প্রস্তাবে বলা হয়েছে, ১১ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হবে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবটি পর্যালোচনা করছে তারা। খুব শিগগিরই এ বিষয়ে সংগঠনের অবস্থান জানানো হবে বলে জানানো হয়েছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়, তারা এখনো তাদের মূল দাবিতে অনড় রয়েছে, গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা, হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, “ইসরায়েলকে শত্রুতা পুরোপুরি বন্ধ করতে হবে। এ দাবিকে সম্মান না করলে যুদ্ধবিরতির আলোচনার মানে হয় না।”

প্রস্তাবে প্রথমবারের মতো হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানায় ইসরায়েল, যা আরও উত্তেজনার সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট