1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

সোনারগাঁয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
সোনারগাঁয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগের ব্যানারে প্রকাশ্যে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এই স্লোগানে সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অংশে মিছিলটি করা হয়।

জানা গেছে, মিছিলটি করেছে উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও দীর্ঘ সময় ধরে সোনারগাঁয়ে আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের প্রকাশ্য কর্মসূচি দেখা যায়নি, ৫ আগস্ট পর এই প্রথমবারের মতো এমন একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। এরইমধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি অস্পষ্ট ও ঘোলাটে হওয়ায় মিছিল অংশগ্রহণকারীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, “আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিওটি ঘোলাটে হওয়ায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে আমরা তাদের শনাক্তে মাঠে কাজ করছি এবং আটকের চেষ্টা চালানো হচ্ছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকেই সোনারগাঁয়ে আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কার্যক্রম উপজেলা পর্যায়ে নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ধরনের প্রকাশ্য মিছিল প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট