1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ২৬ এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

চলতি এপ্রিল মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে যুবা টাইগাররা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সফরের আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ক্রিকেটার ও কোচিং স্টাফরা অংশ নেন একটি দলীয় ফটোসেশনে।

এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে আছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ প্রতিভাবান একঝাঁক তরুণ ক্রিকেটার। তাদের সঙ্গে আরও পাঁচজন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

যুবাদের শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৪ এপ্রিল একটি ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে। এরপর ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।

ঘোষিত স্কোয়াডে আছেন আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আছেন রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

এই সফরের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। একই সঙ্গে ভবিষ্যৎ বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের গড়ে তোলার লক্ষ্যেই এই সিরিজকে দেখছে বিসিবি। ক্রিকেট বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতাপূর্ণ এই সিরিজ বাংলাদেশ যুবাদের জন্য বড় এক চ্যালেঞ্জ হতে চলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট