1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

কালীগঞ্জে আগুনে পুড়লো দু’টি ট্রাক ২ জন অগ্নিদগ্ধ ১ জনকে যশোরে রেফার্ড

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
কালীগঞ্জে আগুনে পুড়লো দু'টি ট্রাক ২ জন অগ্নিদগ্ধ ১ জনকে যশোরে রেফার্ড
দমকল বাহিনীর সদস্যরা ওয়েলডিং মেশিন থেকে লাগা আগুনে দগ্ধ দুটি ট্রাকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক গ্যারেজের ওয়েলডিং মেশিনের আগুনে দুইটি ট্রাক পুড়ে গেছে। এ সময তানজিল (২০) ও জেহাদ (৪০) নামে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় তানজিল কে যশোরে রেফার্ড করা হয়েছে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ যশোর সড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সন্নিকটে মল্লিক নগরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সের ওয়েলডিং মেশিনের পাশেই দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। দুপুরে ওয়েলডিং করার সময়ে ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের তেলের ট্যাংকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আরো একটি ট্রাকে ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় সেখানে কর্মরত উপজেলার ভাতঘরা গ্রামের আফিল উদ্দিনের পুত্র তানজিল ও সিংদহ গ্রামের মোস্তফার ছেলে জেহাদ আগুনে দগ্ধ হয়। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে দগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে বেশ কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। গ্যারেজের ওয়েলডিং মেশিন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত। খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই দুটি ট্রাক পুড়ে গেছে। আগুনে অগ্নিদগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট