1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বন্দরে চালককে বেঁধে পিকআপ ছিনতাই, গ্রেপ্তার দুই ডাকাত

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
বন্দর থানা

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ছিনতাই করেছে সংঘবদ্ধ এক ডাকাতদল। চালককে বেঁধে ফেলে রেখে গাড়ি ছিনতাইয়ের পর পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ মে) ভোররাতে মালিবাগ এসএইচ ক্যাসেল রিসোর্টের সামনে।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের মদনপুর ইউপির দেওয়ানবাগ এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম শিশির (৩২) এবং কলাবাড়ি এলাকার মোসলেম মিয়ার ছেলে রাকিব (২৬)। এসময় ইমন ওরফে সুমন (৩২) নামে এক ডাকাত পালিয়ে যায়।

পিকআপ মালিক আবু হানিফ জানান, তার চালক শহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে পিকআপে বাসার মালামাল তুলে বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় ৪টার দিকে মালিবাগ এসএইচ ক্যাসেল রিসোর্টের সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত দল পিকআপের গতি রোধ করে।

ডাকাতরা চালক শহিদুলকে মারধর করে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে দেয়। এরপর তারা পিকআপটি ছিনিয়ে নেয়। চালকের মোবাইল ফোন ও নগদ ৯,৫০০ টাকাও ছিনিয়ে নেয় তারা।

পিকআপে থাকা জিপিএস ডিভাইসের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করে বন্দর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশ নারায়ণগঞ্জের কুশিয়ারা এলাকা থেকে ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করে এবং মাহবুব ও রাকিবকে গ্রেপ্তার করে।

তবে ডাকাত দলের আরেক সদস্য ইমন ওরফে সুমন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পিকআপ মালিক আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে মূল হোতাদের আইনের আওতায় আনা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট