
সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সংক্ষিপ্ত ফরম্যাট, অর্থাৎ টি-টোয়েন্টিতে দলের ধারাবাহিক ব্যর্থতা এবার র্যাংকিংয়ে বড় প্রভাব ফেলেছে। আইসিসি প্রকাশিত নারীদের টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদকৃত র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে টাইগ্রেসরা। তাদের জায়গা নিয়ে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।
আইসিসির শুক্রবার (২ মে) প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচফল বিবেচনায় নেওয়া হয়েছে ৫০%। ২০২৪ সালের মে থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত পারফরম্যান্সকে ধরা হয়েছে ১০০%।
৫০% সময়সীমায়, বাংলাদেশ: ৩৬ ম্যাচে জয় ১৩টি, আয়ারল্যান্ড: ৩৬ ম্যাচে জয় ২০টি
১০০% সময়সীমায়, বাংলাদেশ: ১৭ ম্যাচে জয় মাত্র ৩টি, আয়ারল্যান্ড: ১০ ম্যাচে জয় ৭টি
২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আয়ারল্যান্ড নারী দল। যা র্যাংকিংয়ে ব্যবধান গড়ে দিয়েছে আরও স্পষ্টভাবে।
নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ আটে কোনো পরিবর্তন আসেনি।
তবে অস্ট্রেলিয়া তাদের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে।
| র্যাংক | দল | অবস্থান |
|---|---|---|
| 1 | অস্ট্রেলিয়া | অপরিবর্তিত |
| 2 | ইংল্যান্ড | অপরিবর্তিত |
| 3 | ভারত | অপরিবর্তিত |
| 4 | নিউজিল্যান্ড | রেটিং বেড়েছে, অবস্থান অপরিবর্তিত |
| 5 | দক্ষিণ আফ্রিকা | অপরিবর্তিত |
| 6 | ওয়েস্ট ইন্ডিজ | অপরিবর্তিত |
| 7 | শ্রীলঙ্কা | অপরিবর্তিত |
| 8 | পাকিস্তান | অপরিবর্তিত |
| 9 | আয়ারল্যান্ড | এক ধাপ এগিয়েছে |
| 10 | বাংলাদেশ | এক ধাপ পিছিয়েছে |
টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ নারী দল দশম স্থানে।
আয়ারল্যান্ডের উন্নত পারফরম্যান্সে তারা নবম স্থানে উঠে এসেছে।
আইসিসির নতুন র্যাংকিং সময়সীমা অনুযায়ী দুই ধাপে হিসাব করা হয়েছে।
শীর্ষ আটে পরিবর্তন না থাকলেও অস্ট্রেলিয়ার রেটিং বেড়েছে।