1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণে কেঁপে উঠল শহর সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
বাংলাদেশ ‘এ’ দল বনাম নিউজিল্যান্ড ‘এ’ দ্বিতীয় ওয়ানডে

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুতে কিছুটা চাপে পড়লেও মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহানের অনবদ্য সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ দাঁড় করায়। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩৪৪ রান।

শুরুর দিকে ওপেনার নাঈম শেখ করেন ৪০ রান এবং এনামুল হক বিজয় ৩৯ রান করেন। এরপর ৩ উইকেটে ৯৭ রানে থাকা দলকে বিপদমুক্ত করেন অঙ্কন ও সোহান। তারা গড়েন ২২৫ রানের এক অবিচ্ছিন্ন জুটি।

অঙ্কন ১০৮ বল মোকাবিলা করে করেন ১০৫ রান, যেখানে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। সোহান আরও একধাপ এগিয়ে ১০১ বলে করেন ১১২ রান, মারেন সাতটি চার ও সাতটি ছক্কা।

নিউজিল্যান্ড ‘এ’ দলের জবাবে ডেল ফিলিপস চেষ্টা করলেও একার লড়াই যথেষ্ট ছিল না। তিনি ৫৪ বলে করেন ৭৯ রান, মেরেছেন ১৪টি চার ও দুটি ছক্কা। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৪৩.১ ওভারে তারা অলআউট হয়ে যায় ২৫৭ রানে।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন মোসাদ্দেক হোসেন, নিয়েছেন ৩ উইকেট। শরিফুল ইসলাম নেন ২টি এবং তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি নেন ২টি করে উইকেট।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে একই ভেন্যুতে, যা হবে কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট