1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
বাংলাদেশ ‘এ’ দল বনাম নিউজিল্যান্ড ‘এ’ দ্বিতীয় ওয়ানডে

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুতে কিছুটা চাপে পড়লেও মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহানের অনবদ্য সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ দাঁড় করায়। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩৪৪ রান।

শুরুর দিকে ওপেনার নাঈম শেখ করেন ৪০ রান এবং এনামুল হক বিজয় ৩৯ রান করেন। এরপর ৩ উইকেটে ৯৭ রানে থাকা দলকে বিপদমুক্ত করেন অঙ্কন ও সোহান। তারা গড়েন ২২৫ রানের এক অবিচ্ছিন্ন জুটি।

অঙ্কন ১০৮ বল মোকাবিলা করে করেন ১০৫ রান, যেখানে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। সোহান আরও একধাপ এগিয়ে ১০১ বলে করেন ১১২ রান, মারেন সাতটি চার ও সাতটি ছক্কা।

নিউজিল্যান্ড ‘এ’ দলের জবাবে ডেল ফিলিপস চেষ্টা করলেও একার লড়াই যথেষ্ট ছিল না। তিনি ৫৪ বলে করেন ৭৯ রান, মেরেছেন ১৪টি চার ও দুটি ছক্কা। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ৪৩.১ ওভারে তারা অলআউট হয়ে যায় ২৫৭ রানে।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন মোসাদ্দেক হোসেন, নিয়েছেন ৩ উইকেট। শরিফুল ইসলাম নেন ২টি এবং তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি নেন ২টি করে উইকেট।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে একই ভেন্যুতে, যা হবে কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট