1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা, আহত ২ - RT BD NEWS
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ইয়াবা মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড জীবনসঙ্গী মানেই ‘সবকিছুতে নিখুঁত’ হওয়ার চাপ নয় ভারত-পাকিস্তান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য চীনা রাষ্ট্রদূত পিরোজপুরে ২৫টি মোবাইল ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা, আহত ২ লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণে কেঁপে উঠল শহর সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা, আহত ২

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে একাত্তর টিভির সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে পূর্ব বিরোধের জেরে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় একদল দুর্বৃত্ত। ইট দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকার সাংবাদিক কার্যালয়ের সামনে।

আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। ইট দিয়ে তার মাথা, ঘাড় ও পিঠে আঘাত করা হয়।

রিয়াজের চিৎকার শুনে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “সাংবাদিকের ওপর হামলার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট