1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (গতকাল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাকোর বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকান থেকে আগুনের শুরু হয়। বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির।

খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর, চৌগাছা, সেনানিবাস ও যশোর ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করেন। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ততক্ষণে আগুনে পুড়ে যায় সবগুলো দোকানের মূল্যবান পণ্য ও মালামাল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও ধারণা করা হচ্ছে, লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের চারজন কর্মী। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ বলেন, “তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ৬টি ইউনিট একযোগে কাজ করেছে।”

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম বিপাকে পড়েছেন। তারা সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট