1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আবার কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত উপযুক্ত ও ধ্বংসাত্মক জবাব দেবে।” তিনি বলেন, “উরি ও পুলওয়ামা হামলার পর যেভাবে ভারত জবাব দিয়েছিল, ভবিষ্যতেও তেমনি ব্যবস্থা নেওয়া হবে।” মঙ্গলবার (১৩ মে) সকালে পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনকালে এই মন্তব্য করেন মোদি।

নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাসের প্রভুরা এখন বুঝে গেছে, ভারতের দিকে চোখ তোলার একটাই পরিণতি— ধ্বংস ও মহাবিনাশ। আমরা ঘরে ঢুকে মারি, যেমন করেছি ২০১৬ সালে উরি ও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর।”

তিনি আরও বলেন, “ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী একসঙ্গে কাজ করে পাকিস্তানকে বার্তা দিয়েছে— সন্ত্রাসীদের কোনও আশ্রয় থাকবে না।”

পাকিস্তান সম্প্রতি দাবি করেছিল যে, তারা আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এটি ধ্বংস হয়েছে। তবে এনডিটিভির প্রতিবেদনে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়।

মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে নরেন্দ্র মোদি আদমপুর ঘাঁটিতে অবতরণ করেন। তিনি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন এবং এক্স অ্যাকাউন্টে ছবি প্রকাশ করেন।

সেনাদের উদ্দেশ্যে মোদি বলেন, “তোমাদের সাহস, সংকল্প এবং নির্ভীকতা ভারতের গর্ব। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং শত্রুকে মনে করিয়ে দিতে হবে— এটি নতুন ভারত।”

নরেন্দ্র মোদির এই বক্তব্য ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। একই সঙ্গে এটি একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা বার্তা, যা ভারতের বর্তমান নীতির দৃঢ়তা ও প্রতিশোধের নীতিকে সামনে নিয়ে আসে।

খবর এনডিটিভি’র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট