1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
খুলনায় জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প - RT BD NEWS
শনিবার, ১৭ মে ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

খুলনায় জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ শহিদুল ইসলাম, খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
খুলনায় জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পে মাওলানা কবিরুল ইসলামের রাষ্ট্রীয় কল্যাণ বার্তা

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশে বক্তব্য রেখেছেন খুলনা-৪ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিঘলিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তেঁতুলতলা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ দরিদ্র রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কবিরুল ইসলাম বলেন, “আল-কুরআনের কল্যাণে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। আজ রাষ্ট্রের কোথাও মানুষের মৌলিক অধিকার নেই। এজন্য প্রয়োজন সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব। জামায়াতে ইসলামী সেই আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তির জন্য কাজ করেন। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।”

মেডিকেল ক্যাম্পে অংশ নেন ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার, যাঁদের মধ্যে ছিলেন, ডা. এফ. এম. আহসানুল কবির, এমবিবিএস (বিসিএস স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), জাতীয় কিডনি হাসপাতাল, ডেন্টিস্ট ফয়সাল আহমেদ, প্রফেসর, খুলনা মেডিকেল কলেজ, মো. আসাদুল হক, সাবেক টেকনোলজিস্ট ও সেকশন অফিসার, কুয়েট, অন্যান্য মেডিসিন ও দাঁতের চিকিৎসকরা।

চিকিৎসা কার্যক্রমে ব্লাড প্রেসার, ব্লাড গ্রুপ নির্ণয়, দাঁতের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়নের আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদী এবং সঞ্চালনায় ছিলেন মো. বদিউজ্জামান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, শ্রমিক নেতা খান গোলাম রসুল, ছাত্র শিবিরের সেক্রেটারি মো. ইলিয়াস হুসাইন, মাওলানা আবুল হাসান, মো. মুজাহিদুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. সাইফুল্লাহ মানসুর প্রমুখ।

এই আয়োজন জামায়াতে ইসলামীর জনকল্যাণ ও ধর্মভিত্তিক রাষ্ট্র চিন্তার একটি প্রয়াস হিসেবে গুরুত্ব পাচ্ছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা সামাজিক দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট