1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৭০ রানে হারলো বাংলাদেশ ‘এ’ দল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
সিলেটে চারদিনের প্রথম ম্যাচে শেষ ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসানের সেঞ্চুরি ও মুরাদের ৫ উইকেট থাকলেও রক্ষা হয়নি লাল-সবুজ শিবির।

শেষ ৩ ওভারেই ম্যাচ খুইয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম চারদিনের ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিরা প্রতিরোধের শেষ প্রান্তে এসেও ম্যাচ বাঁচাতে ব্যর্থ হয়।

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শেষ দিকে দলের পতনের মুখে কিছুই করতে পারেননি। ম্যাচের শেষ ৩ ওভার টিকতে পারলেই ড্র করা যেত, অথচ ওই সময়েই ৩ উইকেট হারিয়ে লজ্জাজনকভাবে হারতে হয় স্বাগতিকদের।

টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। খালেদ আহমেদ ৬ উইকেট নিয়ে শুরুর সাফল্য এনে দেন। জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানেরা বেশ ভালোই লড়াই করেন। নুরুল হাসান ৮৮ বলে ১০৭ রান করেন, যার ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৮ রান করে ১২ রানের ক্ষীণ লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলের নিক কেলি ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তারা ২৫৭ রান করে বাংলাদেশকে দেয় ২৪৬ রানের লক্ষ্য।

জবাবে মাহিদুল ইসলাম অঙ্কন (৫৭) এবং জাকির হাসান (৫০)* এর দুটি হাফ সেঞ্চুরি দলকে কিছুটা এগিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচ বাঁচানোর সহজ সমীকরণ সামনে থাকার পরও শেষ তিন ওভারে এনামুল হক বিজয়, মুরাদ ও এবাদত হোসেন ফিরে গেলে শেষ হয়ে যায় বাংলাদেশের আশা।

নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আদিত্য অশোক ৫ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন। তার স্পিন ঘূর্ণিতেই চাপে পড়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

দুই দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে ২১ মে, মিরপুরে। আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকবে বাংলাদেশ ‘এ’ দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট