1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ঝিনাইদহে হানিট্র্যাপ চক্রের ফাঁদে সর্বস্বান্ত যুবকরা, মূলহোতা নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ঝিনাইদহে কথিত প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে হানিট্র্যাপ চক্র। মূলহোতা আসমা খাতুন সাথীর নেতৃত্বে চলছে ভুয়া মামলা ও ব্ল্যাকমেইলের ভয়াবহ প্রতারণা।

ঝিনাইদহে কথিত প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সক্রিয় হানিট্র্যাপ চক্র। চক্রটি স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বিয়ের কাবিননামা তৈরি, ফোনকল রেকর্ড ফাঁসের ভয় দেখানো এবং ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো ভুয়া মামলার ভয় দেখিয়ে নিরীহ যুবকদের কাছ থেকে টাকা আদায় করে আসছে।

চক্রটির নেতৃত্ব দিচ্ছে এক নারী—আসমা খাতুন সাথী। ভুক্তভোগীরা জানান, এই চক্রে স্থানীয় কিছু আইনজীবী সহকারী (মোহরার) ও অসাধু পুলিশ সদস্যও যুক্ত রয়েছেন।

মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। লিখিত বক্তব্য পড়ে শোনান বেশ কয়েকজন ভিকটিম। উপস্থিত ছিলেন চক্রনেত্রী আসমা খাতুন সাথীর শ্বশুর কামাল হোসেন।

লিখিত অভিযোগে বলা হয়, আসমা খাতুন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের অভিনয় করে ভুয়া কাবিননামা তৈরি করে প্রতারণা করে আসছেন। তিনি থানায় মিথ্যা ধর্ষণ ও অর্থ লেনদেনের অভিযোগ দিয়ে গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।

চক্রের সদস্যরা নিজেদের পুলিশ বা আদালতের মোহরার হিসেবে পরিচয় দিয়ে সহজ-সরল মানুষকে ভয় দেখান। অভিযোগকারীরা জানান, ভুয়া মামলা ও ঠিকানা পরিবর্তনের মাধ্যমে এ চক্র অসংখ্য মানুষকে জিম্মি করে রেখেছে।

ভুক্তভোগী গুলশান আরা ও মর্জিনা খাতুন জানান, আসমা খাতুন বারবার নিজের ঠিকানা বদলে, স্বাক্ষর জালিয়াতি করে নতুন মামলা দাখিল করছেন। এখন পর্যন্ত ঝিনাইদহ ও খুলনার আদালতে তিনি অন্তত ৮টি ভুয়া মামলা দায়ের করেছেন।

চক্রের প্রতারণার কারণে অনেক পুরুষ গৃহহীন হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে সামাজিক লজ্জা ও মামলার ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছেন না। তিনটি সংসার ইতোমধ্যে এই চক্রের ফাঁদে পড়ে ভেঙে গেছে বলে জানা গেছে।

ভিকটিমরা জানান, মামলা দায়েরের পরপরই চক্রটি কথিত অভিযুক্তদের ভয়ভীতি ও মিথ্যা প্রমাণ উপস্থাপন করে চাপে ফেলে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে বহু মানুষ মোটা অঙ্কের টাকা দিয়ে মামলা ‘মিটমাট’ করতে বাধ্য হন।

এ বিষয়ে জানতে চাইলে চক্রনেত্রী আসমা খাতুন সাথী-এর মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট