1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাগরিকায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ জাতীয় পেশাজীবী কনভেনশন ২০২৫: প্রচার উপ-কমিটির আহ্বায়ক হলেন কৃষিবিদ শামীমুর রহমান উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, একজন নিহত নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি ম্যাচ দুই মিনিট দেরিতে শুরুর দায়ে বাফুফেকে এএফসির ১৫০০ ডলার জরিমানা ২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসতে চায় কিয়েভ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে উদ্বেগের প্রয়োজন নেই: রিজওয়ানা হাসান

কালীগঞ্জে কৃষি পার্টনার কংগ্রেস ২০২৪ অনুষ্ঠিত, কৃষিতে উন্নয়ন সম্ভাবনা জোরদার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
কালীগঞ্জে কৃষি পার্টনার কংগ্রেস ২০২৪ অনুষ্ঠিত, কৃষিতে উন্নয়ন সম্ভাবনা জোরদার

ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কৃষি উন্নয়নভিত্তিক পার্টনার কংগ্রেস ২০২৪। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।
এটি ২০২৪-২৫ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি।
বক্তারা বলেন, “কৃষকদের পার্টনার সংগঠনের মাধ্যমে একত্রিত করে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হবে। কৃষি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষকবৃন্দ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, PARTNER কংগ্রেস প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেখ সাজ্জাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা স.ম. রাশিদুল ইসলাম, সমকাল প্রতিনিধি জামির হোসেন, এনজিও প্রতিনিধি শিবুপদ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা সমন্বিত কৃষি উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, ও সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির রূপান্তর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন,
“এই উদ্যোগের ফলে কৃষক ও উদ্যোক্তারা উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট