1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজে ডিআরএস থাকবে না, প্রথম ম্যাচ আজ রাতে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ২০২৫

লাহোরে আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচ ও সিরিজের বাকি দুটি খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে এই টি-২০ সিরিজে ডিআরএস (Decision Review System) থাকবে না।
পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছে, “বাংলাদেশ-পাকিস্তান সিরিজে দর্শক ও স্পন্সরের আগ্রহ তুলনামূলক কম। ফলে রেভিনিউ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খরচ কমাতে তাই ডিআরএস না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ডিআরএস পরিচালনায় যে আন্তর্জাতিক মানের টেকনিক্যাল টিম প্রয়োজন, সেটিও এই সিরিজে পাওয়া যায়নি বলে জানায় পিসিবি।
এই সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া পোর্টাল ‘ক্রিকেট পাকিস্তান’।
প্রথমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল। পরে তা কমিয়ে তিন ম্যাচ করা হয়।
• প্রথম ম্যাচ: আজ (২৭ মে)
• দ্বিতীয় ম্যাচ: ২৮ মে
• তৃতীয় ও শেষ ম্যাচ: ১ জুন
এই সিরিজে বাংলাদেশ দল বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না।
বিশেষ করে পেস আক্রমণে বড় ধাক্কা লেগেছে—
• তাসকিন আহমেদ (ইনজুরি)
• মুস্তাফিজুর রহমান (বিশ্রাম)
• নাহিদ রানা (পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত)
এছাড়া, বিসিবির দুইজন কোচিং স্টাফ-ও দলের সঙ্গে পাকিস্তানে যাননি, যা দলের প্রস্তুতির উপর প্রভাব ফেলতে পারে।
এই সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে অভিজ্ঞ বোলার ও কোচিং সাপোর্ট না থাকায়।
তবে তরুণ খেলোয়াড়দের জন্য এটি নিজেকে প্রমাণের বড় সুযোগ।
পিসিবির ডিআরএস না রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনাও উঠেছে—বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রযুক্তির সহায়তা না থাকা নিয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট